কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন।
স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কাতার আমিরের কার্যালয় দিওয়ানে আমিরিতে আমিরের সঙ্গে সাক্ষাত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন।
কাতারে আমির এ সময় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং এই দেশের তার সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।
একইসময়ে আরও পরিচয়পত্র পেশ করেন কাতারে নিযুক্ত জার্মানি, হল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, কাজাখিস্তান এবং গ্রিসের রাষ্ট্রদূতরা।
source-somoynews.tv