ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে জাতীয় দৈনিক ও ফায়ার সার্ভিসের অফিসিয়াল সাইটে। আমরাও চেষ্টা করেছি সবার আগে ক্লিয়ার বিজ্ঞপ্তি সংগ্রহ করে চাকুরি প্রার্থীদের মাঝে পৌঁছে দেয়া যায় কিনা।
ফায়ার সার্ভিস নিয়োগ 2020 দেখার আগে একটু জানাতে চাই যে, কিভাবে বৃটিশ সরকারের সময় ১৯৩৯-৪০ ফায়ার সার্ভিস জন্ম লাভ করে।ভারত বিভক্তের পর বাঙ্গালিদের জন্য বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি হয়।
তখন এটিকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামকরণ করা হয়।
১৯৮২ সালে তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদপ্তর-এই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরটি গঠিত হয়।
আমরা পাঠকের চাহিদার মূল্য দিয়ে থাকি তাই ফায়ার সার্ভিস নিয়োগ এর যত নিয়োগ বিজ্ঞপ্তি/ চাকরির খবর আসবে,তা প্রকাশ করা হবে এই এক পেজে।
এ ছাড়াও আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করি।ফলাফলের জন্য এখানে ক্লিক করুন।
এছাড়া কে এফ প্ল্যানেট সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করে। সবার আগে ।
সরকারি জব সার্কুলার ক্যাটাগরি / বেসরকারি ক্যাটাগরি ও অনলি কোম্পানি জব ক্যাটাগরি তো আছেই ।
চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন ও পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন।
আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
বেতন | ৯,৭০০-২৩,৪৯০/- |
পদ সংখ্যা | ৭৯ টি পদে |
যোগ্যতা | অষ্টম / জেএসসি / জেডিসি/ মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক- এসএসসি / এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। |
আবেদনের সময়সীমা | ০৭-০৮ নভেম্বর ২০২০ ( মাঠ ) |
এছাড়া নিচ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।
পদঃ ড্রাইভার ( ৭৮ ) ও মাস্টার ড্রাইভার মেরিন (০১)
ফায়ার সার্ভিস নিয়োগ 2020
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি

pplication Deadline: 07-08 November 2020 ( মাঠ )
ফায়ার সার্ভিস আবেদন ফরম ২০২০
